এবার বাস কাউন্টারে ভোক্তাধিকারের হানা

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৭:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪টি বাস কাউন্টারকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাধিকার।

মঙ্গরবার (২৫ মার্চ) নগরীর অলংকার মোড় এবং একে খান বাস কাউন্টারে এই অভিযানে পরিচালনা করে ভোক্তাধিকারের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়। উপস্থিত ছিলেন উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।

অভিযানে, সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং জাতির কাছে অধিক মূল্য দাবি করায় সাবিনা এন্টারপ্রাইজকে (প্রো: সালাউদ্দিন) ৩০ হাজার টাকা, ভাড়া তালিকা না থাকায় সোনিয়া এন্টারপ্রাইজকে (প্রো: ইসহাক) ৫ হাজার টাকা, জি এস ট্রাভেলসকে ৫ হাজার টাকা এবং তিশা প্লাটিনাম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, আজকের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল কাউন্টার এবং বাস মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে অতিরিক্ত মূল্য না নেওয়া এবং যাত্রীদের ভোগান্তি এড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এরূপ ভোক্তা অধিকার বিরোধী সকল কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে সকলকে সচেতন করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সম্মিলিত ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধরাউজানে ট্রাকের পেছনে বাইকের ধাক্কা, ফটিকছড়ির যুবক নিহত