এবার বাজেটের আকার হবে ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা

অধিবেশন শুরু হচ্ছে আজ, উপস্থাপন কাল

আজাদী ডেস্ক | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনেই ২০২৩২৪ অর্থবছরের বাজেট পাস হবে। আজ বুধবার শুরু হতে যাওয়া এই অধিবেশনে পরদিনই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার বাজেটের আকার ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা হতে যাচ্ছে বলে আভাস মিলেছে।

রাজস্ব আদায় বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের দেওয়া বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ও উচ্চ প্রবৃদ্ধি বজায় রাখা এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ হিসেবে থাকছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। খবর বিডিনিউজের।

অন্যবার মাসের একবারে শেষ দিকে বাজেট পাস হলেও কোরবানির ঈদের কারণে এবার আগামী ২৫ জুন বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। গত বছরের ৯ জুন ২০২২২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছিল। অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের সঙ্গে জাতীয় নির্বাচনের মাস ছয়েক আগে বর্তমান আওয়ামী লীগ সরকারের শেষ বাজেটও হতে যাচ্ছে এটি। এবারেরটি নিয়ে মুস্তফা কামাল সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করবেন। আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে।

আজ বুধবার বিকাল ৫টায় শুরু হবে সংসদের কার্যক্রম। তার আগে বিকাল ৪টায় বৈঠকে বসবে সংসদের কার্যউপদেষ্টা কমিটি। সেই বৈঠকে বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের উপর আলোচনার সময়কাল, পাসের দিনক্ষণসহ সংসদের মেয়াদ ঠিক হবে। বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এরপর শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে অন্যান্য কার্যক্রম স্থগিত করে মুলতবি হবে অধিবেশন।

বাসস জানায়, অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি প্রবৃদ্ধির গতি বজায় রাখার লক্ষে সম্ভাব্য বাজেটের আকার হবে ৭৬১,৭৮৫ কোটি টাকা। সরকার এই সময় আগামী অর্থবছরে ৭.% প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষে রয়েছে যেখানে প্রায় ৬.% মূল্যস্ফীতি। আগামী বছরে মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা হবে জিডিপির ৩৩.৮ শতাংশ।

বাংলানিউজ জানায়, এ বাজেট অধিবেশনও অন্যান্য অধিবেশনের মতো করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের ইতোমধ্যে করোনা পরীক্ষা করতে বলা হয়েছে। করোনা নেগেটিভ হলেই কেবল অধিবেশনে অংশ নিতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ-সম্পদ অর্জনের জন্য রাজনীতি নয় : হাই কোর্ট
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে স্ক্র্যাপ করতে হবে ২৫ হাজার বাস-ট্রাক