চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্যারিফ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ফ্রেট রেট সমন্বয়ের ঘোষণা দিয়েছে দেশের একমাত্র সমুদ্রগামী কন্টেনার জাহাজ মালিক ও অপারেটর প্রতিষ্ঠান এইচআর লাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায়, সিপিএ ইতোমধ্যে পোর্ট ডিউস, পাইলটেজ, বার্থ দখল ফি, স্টিভিডোরিং, টার্মিনাল হ্যান্ডলিংসহ সংশ্লিষ্ট ভেসেল ও কন্টেনার হ্যান্ডলিং চার্জ বাড়িয়েছে, যা আজ (১৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় টেকসই অপারেশন, নিরবচ্ছিন্ন সেবা ও ব্যয় ভারসাম্য রাখতে ফ্রেট রেট সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছে।
এইচআর লাইন্স লিমিটেডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে সব ধরনের লোড ও আনলোড কার্যক্রমে নতুন হার প্রযোজ্য হবে। বিদ্যমান এইচকে ভিত্তিক চুক্তির জন্য প্রতিটি পণ্য বোঝাই কন্টেনারের জন্য অতিরিক্ত ৩০ ডলার এবং খালি কন্টেনারের জন্য অতিরিক্ত ২০ ডলার চার্জ আদায় করা হবে। এফআইও ভিত্তিক চুক্তির ক্ষেত্রে প্রতি টিইইউএস পণ্য বোঝাই কন্টেনারের জন্য অতিরিক্ত ২৫ ডলার এবং খালি কন্টেনারের জন্য অতিরিক্ত ১৫ ডলার আদায় করা হবে।
আজকের পর যেসব পণ্য চালান চট্টগ্রাম বন্দরে জেটিতে বার্থিং বা আনবার্থিং করবে, সেগুলোর ক্ষেত্রে এই সমন্বিত ফ্রেট রেট কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।