প্রশান্ত মহাসাগরে ৪টি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ওই নৌযানগুলোতে মাদক পরিবহন করা হচ্ছিল বলে সন্দেহ তাদের। এদিকে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, মার্কিন হামলায় বেঁচে যাওয়া একজনের খোঁজে তারা উপকূলীয় শহর অ্যাকাপুলকো থেকে প্রায় ৬৪৩ কিলোমিটার দূরে পানিতে অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্র সম্প্রতি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে তাদের ভাষায় মাদকবাহী সন্দেহজনক নৌযানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, সোমবার তার সর্বশেষটি হয়েছে বলে হেগসেথের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।











