চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন চলছে বেশ কয়েকদিন ধরে। এর মধ্যেই এলো তার নতুন একটি কাজের খবর। প্রথমবারের মতো ওয়েব সিনেমা প্রযোজনা করলেন এই তারকা। ‘এইডা কপাল’ নামের এই সিনেমাটি আজ শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে একটি টিটি প্ল্যাটফর্মে। খবর বাংলানিউজের।
একটি রাতের গল্প পুরো সিনেমায় দেখা যাবে। রায়হান রাফির পরিচালনায় এতে মাহি অভিনয়ও করেছেন। এ প্রসঙ্গে মাহি বলেন, সিনেমাটির শুটিং এক রাতেই হয়েছে। সাজানো হয়েছে একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। আমরা যখন এর শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, তখন টানা বৃষ্টি ছিল।
তিনি আরও জানান, তার নিজের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছেন। তবে এই নিয়ে আগে থেকে তার কোনো পরিকল্পনা ছিল না। সিনেমাটি মুক্তি পাবে বায়োস্কোপে। মাহি ছাড়া আরও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, হারুনুর রশীদ, ফরহাদ লিমন, সাইমা প্রমুখ। নাভেদ পারভেজের সংগীতায়োজন এতে রয়েছে একটি মৌলিক গান।