নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ শেষে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরগণ। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নিয়েছেন চসিকের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এখন সকলের দৃষ্টি প্যানেল মেয়র নির্বাচনের দিকে। কারা হচ্ছেন প্যানেল মেয়র। এ নিয়ে তোড়জোড়ও শুরু হয়েছে।
নব নির্বাচিত মেয়র চাইলে কাউন্সিলরদের শপথের পর প্রথম সভায় প্যানেল মেয়র নির্বাচিত (সাধারণ ওয়ার্ড থেকে ২ জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ১ জন) করতে পারেন। কিন্তু আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচিত পরিষদের প্রথম সভা আহবান করা হলেও সেদিন প্যানেল মেয়র নির্বাচন হচ্ছে না। পরবর্তী মাসের সভায় প্যানেল মেয়র নির্বাচন হবে বলে জানা গেছে।
ওই সভায় মেয়র চাইলে প্যানেল মেয়র নির্বাচন হতে পারে। যদি মেয়র-কাউন্সিলরদের থেকে সময় নেন,তাহলে পরবর্তী সভায় প্যানেল মেয়র নির্বাচিত হবে। আগ্রহী প্রার্থীরা (কাউন্সিলররা) নির্বাচনের পর থেকে অন্যান্য কাউন্সিলরদের সাথে যোগাযোগ শুরু করেছেন। এব্যাপারে আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী আজাদীকে জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম সাধারণ সভায় প্যানেল মেয়র নির্বাচন হচ্ছে না। মেয়র মহোদয়ের সাথে আমরা আলাপ করেছি। তিনি পরবর্তী সভায় করবেন বলেছেন। পরবর্তী সাধারণ সভা হবে আরও এক মাস পর।
খবর নিয়ে জানা গেছে, আগ্রহী কাউন্সিলররা প্যানেল মেয়রের জন্য দুই শীর্ষ নেতার ( শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন) কাছে তদবির শুরু করেছেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৪০ সাধারণ ওয়ার্ডে(৩১ নম্বর আলকরণ ওয়ার্ড ছাড়া) ও ১৪ সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে এবার শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী রয়েছেন ৪৩ জন এবং নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী রয়েছেন ১১ জন।
কাউন্সিলরদের সাথে কথা বলে জানা গেছে, এবার প্যানেল মেয়রের দৌঁড়ে সবচেয়ে এগিয়ে আছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী, ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন ও বাকলিয়া থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর হারুনুর রশিদ, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু ও মহিলা প্যানেল মেয়রের তালিকায় এগিয়ে আছেন নিলু নাগ।
অপরদিকে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে প্যানেল মেয়রের তালিকা আছেন গত দুইবারের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নেছার আহমদ মঞ্জু ও জোবাইরা নার্গিস খান। এছাড়াও আছেন জেসমিন পারভিন জেসি।