সাতকানিয়ায় মালবাহী পিকআপের দরজার প্যানেলের ভেতর থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তার ও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ ওবাইদিয়া সড়ক এলাকা তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোরে ইয়াবা পাচারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই সুব্রত দাশের নেতৃত্বে পুলিশ চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ ওবাইদিয়া সড়ক এলাকায় চট্টগ্রামমুখী একটি পিকআপে তল্লাশি চালিয়ে দরজার প্যানেলের ভেতর থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এসময় শামীম (২৭) নামের একজনকে গ্রেপ্তার ও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত শামীম কুমিল্লার বুড়িচংয়ের সরু মিয়ার পুত্র। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত শামীম পেশাদার ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।












