এবার পানের খিলিতে ইয়াবা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মে, ২০২১ at ৫:১৫ পূর্বাহ্ণ

ইয়াবা পাচারে এবার ব্যবহার করা হচ্ছে পানের খিলি। গত বৃহস্পতিবার রাতে পানের খিলিতে গুঁজে ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে সাজু মিয়া (৪১) নামে এক ব্যক্তি। নগরীর দেওয়ানহাট ২ নম্বর রেল ক্রসিং সিগন্যালের বাঁশকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার বিরুদ্ধে ইতোপূর্বে তিনটি মামলা রয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, সাজু মিয়া পেশায় পান বিক্রেতা। আগের তিন মামলায় জামিনে ছাড়া পেয়ে পান বিক্রি করতেন। কিন্তু ইয়াবা ব্যবসা ছাড়তে পারেননি। ক্রেতা ইয়াবা চাইলে পানের খিলিতে গুঁজে দিতেন। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে তাকে আদালতে চালান দেয়া হয়। ওসি মহসীন আরো বলেন, দেওয়ানহাট ২ নং রেল ক্রসিং সিগন্যালের বাঁশকলের পশ্চিম পাশে সাজুর পানের দোকান। পান বিক্রি করলেও যেহেতু তিনি আগেও মাদক বিক্রি করতেন, তাই ক্রেতা সব তার চেনা। দেওয়ানহাট মোড় ও ব্রিজের নিচে তিনি তার পূর্ব পরিচিত ক্রেতাদের কাছে পানের খিলির সাথে ইয়াবা বিক্রি করতেন।

পূর্ববর্তী নিবন্ধফেরিতে যাত্রীর চাপ, দিনে চলাচল বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ট্রাকের সঙ্গে মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ১