এবার ‘পদ্মশ্রী’ পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৩০ পূর্বাহ্ণ

খ্যাতনামা রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার মুকুটে যোগ হচ্ছে আরো একটি পালক। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মশ্রী’ পদকের জন্য মনোনীত হয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ভারত সরকার এই ঘোষণা দিয়েছে। খবর বিডিনিউজের।

পদ্ম পুরস্কার ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি। এটি তিন বিভাগে দেওয়া হয়; ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মশ্রী’। শিল্প, সমাজকর্ম, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, জনসেবা, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া এবং নাগরিক পরিষেবায় অবদানের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হয়।

ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সাধারণত মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধড. সেলিম আইসিএমএবির প্রেসিডেন্ট নির্বাচিত
পরবর্তী নিবন্ধকাল চবিতে আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স