এবার নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিআইইউ

| শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২’ প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী হয়েছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ইঞ্জিনিয়ারিং অনুষদ দল। ৩৬ ঘণ্টার হ্যাকাথন কনটেস্টে বিচারকদের চমকে দিয়ে চট্টগ্রাম শাখায় চ্যাম্পিয়ন হয়েছে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের দল ‘ঐক্য’। সমপ্রতি রাজধানী ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে। সিআইইউর বিজয়ী দলের ৫ সদস্য হলেন: মো. আসিফ সিদ্দিক (দলনেতা), আদিবা হোসেন দিয়া, রিয়াদুল হক, সামাহ বিনত ফিরোজ এবং মো. সাহেদ বিন রফিক। পুরো দলটির তত্ত্বাবধানে ছিলেন কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবাল। প্রতিযোগিতায় বিজয়ীরা মুঠোফোনের একটি অ্যাপের মাধ্যমে গ্রীন হাউস অ্যাফেক্ট এবং পরিবেশের ক্ষতিকর দিকগুলো মানুষের কাছে মুহূর্তে পৌঁছানোর চমৎকার ধারণা উপস্থাপন করেন। কেবল তাই নয়, এই অ্যাপের মাধ্যমে শহরের একটি নির্দিষ্ট এলাকার পরিবেশের ক্ষতিকর মাত্রার ধরন, চিত্রসহ সবকিছুই জানা যাবে নিমিষে। আয়োজক সূত্র জানায়, এবারের প্রতিযোগিতায় দেশের ৯টি শহর থেকে ২ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেন। সেখানে শীর্ষ ১১০টি প্রকল্প নিয়ে অনুষ্ঠিত হয় দুই দিনের হ্যাকাথন কনটেস্ট। সিআইইউ দল সেরা ৫০টি দলে অবস্থান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আগামীূতে নাসার গ্লোবাল কনটেস্টে বাংলাদেশ থেকে লড়াই করার সুযোগ পাবে এই দলের সদস্যরা। এদিকে সৌজন্য সাক্ষাৎকালে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার মতো বড় আয়োজনে আমাদের ছেলে মেয়েদের এমন সাফল্য-নিঃসন্দেহে দেশে তুখোড় বিজ্ঞানীদের আগমনের খোঁজ দিয়ে যায়। তাদের হাত ধরেই দেশের আইটি সেক্টর নতুন মাত্রায় এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা আমার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ২০ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধচিটাগং কলেজ ইংলিশ এলামনাই এসোর বৃত্তি প্রদান