এবার নাচের ভিডিও পোস্ট করলেন হিলারি

| মঙ্গলবার , ৩০ আগস্ট, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

এবার নাচের ভিডিও পোস্ট করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। পার্টিতে নাচার ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এই ঘটনায় তার পাশে দাঁড়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। খবর বাংলানিউজের। সানা মারিন নাচার ঘটনায় সংহতি জানিয়ে স্থানীয় সময় রোববার ( ২৮ আগস্ট) টুইটারে সাবেক মার্কিন ফার্স্ট লেডি নিজের নাচার একটি ভিডিও পোস্ট করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলোম্বিয়া সফরের সময় একটি ক্লাবে গিয়ে নেচেছিলেন হিলারি। সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, নাচতে থাকো, সানা মারিন। এদিকে এই ভিডিও পোস্ট করার কিছুক্ষণ পরই টুইটারে হিলারিকে ধন্যবাদ জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। সমপ্রতি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ছবি ও ভিডিও গত সপ্তাহে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় তৈরি হয়। সমালোচকরা বলেছেন যে এই নাচের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী অনুপযুক্ত আচরণ দেখিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে ৪২.০২ কোটি টাকার লেনদেন
পরবর্তী নিবন্ধ‘গ্যাসের দাম না কমলে ভয়াবহ শীতের কবলে পড়বে ইউরোপ’