এবার নরোভাইরাস

আজাদী ডেস্ক | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১০:৩৬ পূর্বাহ্ণ

প্রায় এক বছর হতে চলল, করোনাভাইরাস মহামারির সঙ্গে যুদ্ধ করছে মানুষ। এর মধ্যে করোনার উৎপত্তিস্থল চীনে আরেক ভাইরাসের দেখা মিলেছে। ভাইরাসটির নাম নরোভাইরাস। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইম জানিয়েছে, সিচুয়ানের জিগং শহরের একটি কিন্ডারগার্টেনে গত ২৫ নভেম্বর রোগটি দেখা দেয়। সেখাকার ৫০ শিক্ষার্থী এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। নমুনা সংগ্রহের পর ইয়ানথান জেলা স্বাস্থ্যবিভাগ পরদিন জানায়, শিক্ষার্থীরা বমি করছিল। নরোভাইরাসের সংক্রমণের কারণেই এমনটি হয়েছে।
নিউক্লিও এসিড টেস্ট ও মহামারি সংক্রান্ত গবেষণার পর কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) নিশ্চিত করেছে, নরোভাইরাসের কারণে শিশুরা বমি করেছে। স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, শিশুদের অবস্থা স্থিতিশীল, পুনরায় গবেষণার জন্য তাদের হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা শিশুদের মধ্যে এখনো মৃদু উপসর্গ রয়েছে। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশে ১৩ নভেম্বর এক স্কুলে ৩০ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছিল। উত্তর-পূর্ব চীনের লিওনিং প্রদেশের একটি স্কুলে ২৯ অক্টোবর বেশ কয়েকজন শিক্ষার্থী সংক্রমিত হয়। চলতি মাসের প্রথম দিকে উত্তর চীনের শানজি প্রদেশে নরোভাইরাসের বিস্তার দেখা দেয়। নরোভাইরাস করোনার মতোই সংক্রামক। অধিকাংশ সময় শিশুরা আক্রান্ত হয়। তাতে বমি ও ডায়রিয়া দেখা দেয়। তবে যেকোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারে। করোনার মতোই নরোভাইরাসেরও ভ্যাকসিন নেই। গত বছরের ফেব্রুয়ারিতে চীন প্রথম টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিনের ট্রায়াল শুরু করে। এটি ৮০-৯০ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। তবে টেট্রাভ্যালেন্ট এখনো বাজারে আসেনি।

পূর্ববর্তী নিবন্ধসাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধএক ঘরেই ছয় দৃষ্টি প্রতিবন্ধী