হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা এবং বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয়ে ফিরলেও ওয়েষ্ট ইন্ডিজ টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ নিয়েছে। গতকাল মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে ১৪৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে নেয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও লিন্ডল সিমন্স। এ দুই ওপেনার ৬৩ বলে ৭৩ রানের জুটি গড়েন। মাত্র ৩২ বলে অর্ধশতক তুলে নেন লুইস। তবে একাদশ ওভারে বল করতে এসে ভয়ঙ্কর হয়ে ওঠা লুইসকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। ৫৬ রান করে সাঝঘরে ফেরেন উইন্ডিজের এই ওপেনার। এরপর ব্যাট করতে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি নিকোলাস পুরান। মহারাজের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১২ রান করে বিদায় নেন তিনি। পরের ওভারেই রাবাদার প্রথম শিকার হন সিমন্স। ধীরগতির ব্যাট করেও উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি তিনি। ব্যক্তিগত ১৬ রান করেই সাঝঘরে ফেরেন এই ব্যাটার। সিমন্সের ফেরার পর ব্যাট করতে নেমে ঝড়োগতির শুরু করলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি গেইল। প্রেটোরিয়াসের বলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ১২ রানে বিদায় নেন তিনি। শেষদিকে এসে পরপর উইকেট হারান আন্ড্রে রাসেল ও শিমরন হেটমায়ার। পঞ্চম উইকেটে নেমে ব্যাট হাত লড়ে গেলেও শেষ ওভারে উইকেট হারান পোলার্ড। প্রেটোরিয়াসের বলে ক্যাচ তুলে ব্যক্তিগত ২৬ রানে বিদায় নেন তিনি। পরের বলেই হেইডেন ওয়ালশকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন প্রেটোরিয়াস। নির্ধারিত ২০ ওভার শেষে উইন্ডিজদের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান। ৮ রানে অপরাজিত থাকেন ডোয়াইন ব্রাভো। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা রাঙাতে পারেননি প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম ওভারের শেষ বলে রাসেলের থ্রো’তে রান আউট হয়ে সাঝঘরে ফেরেন তিনি। এরপর মাঠে নেমে দলের হাল ধরেন ভ্যান ডার ডুসান। তাকে সঙ্গ দিয়ে সমান তালে দলকে এগিয়ে নিচ্ছিলেন ওপেনার রেজা হেনড্রিকস। ৫০ বলে ৫২ রানের জুটি গড়েন এই দুইজন। দশম ওভারে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে জুটি ভাঙেন শিমরন হেটমায়ার। আকিল হোসেনের বলে উইকেট হারান রেজা হেনড্রিকস। ১ ছয় ও ৪ চারে ৩০ বলে ৩৯ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর ব্যাট করতে নেমে ভ্যান ডার ডুসানকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এইডেন মার্করাম। ৪ ছয় ও ২ চারে মাত্র ২৫ বলে অর্ধশতক তুলে নেওয়া এ ব্যাটার অপরাজিত থাকেন ৫১ রানে। ৩ চারে ৫১ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত থাকেন ভ্যান ডার ডুসেন। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্কিয়া।