এবার দক্ষিণ আফ্রিকায় মাঠে গড়াচ্ছে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৯:১৬ পূর্বাহ্ণ

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে দক্ষিণ আফ্রিকাতেও। আগামী নভেম্বরেই সীমিত ওভারের ক্রিকেট খেলতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাবে ইংল্যান্ড ক্রিকেট দল। গত বুধবার ইংলিশদের সীমিত ওভারের সিরিজের সফরের অনুমতি দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। দক্ষিণ আফ্রিকা সরকারের অনুমতি পাওয়ার বিষয়টি এদিন এক বিবৃতিতে নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সিএসএ্থর পাশাপাশি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ইংল্যান্ডের খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টের অভ্যন্তরীণ ভ্রমণের জন্য ছাড়পত্র প্রদান করেছে। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি এবং সমান সংখ্যাক ওয়ানডে খেলবে ইংল্যান্ড। খেলা মাঠে গড়াবে আগামী ২৭ নভেম্বর। আর শেষ হবে ৯ ডিসেম্বর। কেপ টাউন ও পার্লেতে অনুষ্ঠিত হবে গোটা সিরিজটি। করোনা সংক্রমণ এড়াতে সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৭ নভেম্বর কেপ টাউনে। পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে পার্লেতে এবং তৃতীয়টি কেপ টাউনে। এরপর ৪ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

পূর্ববর্তী নিবন্ধফিফা র‌্যাংকিংয়ে কোন পরিবর্তন হয়নি বাংলাদেশের
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্ট’স কাপের ফাইনাল রোববার