গত শতকের আশি আর নব্বইয়ের দশকে ভারতে ডিস্কো মিউজিককে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেওয়া গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ী আর নেই। মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় কিংবদন্তী এই সংগীতশিল্পীর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকেরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। খবর বিডিনিউজের।
সংগীত জগতে একের পর এক নক্ষত্র পতনে শোকে স্তব্ধ ভারত। ৬ ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের পর মঙ্গলবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান ঘটে। সেই শোক না কাটতেই বাপ্পি লাহিড়ীও পাড়ি জমালেন না ফেরার দেশে। এক মাসের বেশি সময় হাসপাতালে থাকার পর গত সোমবারেই বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু আবারও স্বাস্থ্যের অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা চিকিৎসককে খবর দেন। পরে তাকে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসাপাতালে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশী পিটিআইকে বলেন, তার অনেকগুলো শারীরিক জটিলতা ছিল। তিনি ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মারা গেছেন। আনন্দবাজার লিখেছে, গত বছর এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। ওই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে বাপ্পি লাহিড়ীর জন্ম। আসল নাম অলোকেশ লাহিড়ী। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী দুজনই ছিলেন গানের জগতের মানুষ। ভারতীয় চলচ্চিত্রের আরেক প্রবাদ প্রতীম গায়ক, অভিনেতা কিশোর কুমার ছিলেন তার তুতো মামা।
তার ব্যবহৃত বিপুল পরিমাণ অলঙ্কারের ব্যাপারে বাপ্পি লাহিড়ীর এক পারিবারিক বন্ধু জানিয়েছেন, শিল্পীর দুই সন্তান বাপ্পা আর রেমা ঠিক করেছেন বাবার বাকি জিনিসের মতোই গয়নাগুলোও তারা সংরক্ষণ করবেন। দুটি ভাগে রাখা হবে সমস্ত কিছু। একটি ভাগে থাকবে তার রোজের পরার গয়না। যত্ন করে সাজানো থাকবে বাঙে। অন্য ভাগে থাকবে তুলে রাখা গয়না। সেগুলোর বাঙ আলাদা। এ ছাড়াও, এই সোনাপ্রীতির জন্যই বাপ্পি নানা জনের থেকে সোনার গয়না, মূর্তি বা টোকেন উপহার পেতেন। সেগুলোও সংরক্ষিত থাকবে।
এদিকে বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম বাপ্পি লাহিড়ীর গান মনে রাখবে। প্রাণবন্ত এই শিল্পীর না থাকা অনুভব করবে সবাই। ভারতীয় চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীরাও জনপ্রিয় এই সুর স্রষ্টার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের তারকারাও তাদের প্রিয় বাপিদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমার টুইট করে বিদায় জানিয়েছেন এই গায়ককে : বাপ্পী দা, আমিসহ লাখো মানুষের নাচের কারণ ছিল তোমার কণ্ঠ। সংগীতের মাধ্যমে যে সুখ তুমি এনে দিয়েছিলে, সেজন্য তোমাকে ধন্যবাদ। কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।