এবার থাকবে ১৩০ প্রজাতির ফুল

বর্ণ গন্ধ ও ছন্দের অনুপ্রেরণায় এ আয়োজন : জেলা প্রশাসক । চট্টগ্রাম ফুল উৎসব শুরু হচ্ছে ৪ জানুয়ারি

হাবীবুর রহমান | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

মাদকসেবী, মাদক বিক্রেতাদেরই আনাগোনা ছিল ফৌজদারহাটবন্দর সংযোগ সড়ক সংলগ্ন সরকারের ১৯৪ একর জায়গার উপর। ২০২৩ সালের শুরুর দিকে নজরে পড়লে সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন। গড়ে তোলা হয় নান্দনিক ডিসি পার্ক। ‘জলাশয় আর ফুলের রাজ্য’ যেখানের মূল আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত হয়। আয়োজন করা হয় ফুল উৎসবের। গত বছরও এই ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন করে প্রশাসন। গত বছরের ফুল উৎসবে ১২৩ প্রজাতির ফুলের সমারোহ ছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও অর্থাৎ ২০২৫ সালেও মাদকের আস্তানা গুড়িয়ে বানানো ডিসি পার্কে ফুল উৎসব করতে যাচ্ছে জেলা প্রশাসন। এবারের উৎসবে ১৩০ প্রজাতির ফুলের সমারোহ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম।

তিনি বলেছেন, প্রকৃতির বর্ণ, গন্ধ ও ছন্দের অনুপ্রেরণায় জেলা প্রশাসন ডিসি পার্কে তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ আধার ডিসি পার্কে ১৩০ প্রজাতির ফুলের সমারোহ ও বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান নিয়ে থাকছে আমাদের মাসব্যাপী আয়োজন।

জেলা প্রশাসনসূত্র জানায়, আগামী ৪ জানুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চট্টগ্রাম ফুল উৎসব। এ উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব, বই উৎসব, ভিআর গেইম, ভায়োলিন শো, পুতুল নাচ, ১৩০ প্রজাতির ফুলের সমারোহ, ২৪ থেকে ২৫ জানুয়ারি মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, ৩১ জানুয়ারি ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, ১৭ থেকে ২৩ জানুয়ারি পিঠা উৎসব, ১০ থেকে ১১ জানুয়ারি লেজার লাইট শো ও ১ থেকে ২ ফেব্রুয়ারি মুভি শো। মাসব্যাপী এ ফুল উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন জানায়, টিউলিপ, গোলাপসহ প্রায় সব রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে ডিসি পার্ক। লাল, হলুদের পাশাপাশি সাদা ও গোলাপি ফুলের সমারোহও উপভোগ করা যাবে ডিসি পার্কের মাসব্যাপী ফুল উৎসবে।

১৯৪ একর এলাকাজুড়ে গড়ে উঠা ডিসি পার্কে তিনটি বিশাল আয়তনের পুকুর রয়েছে। আরো রয়েছে ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, অনুষ্ঠানস্থল, ভাসমান ফুল বাগান, হাটা চলার উন্মুক্ত স্থান, অস্থায়ী খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগান, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানসেড ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন, জুলাইআগস্ট অভ্যুত্থান কর্নার ও পাবলিক টয়লেট।

জেলা প্রশাসকের স্ট্যাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান আজাদীকে বলেন, ৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম ফুল উৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রেস ব্রিফিং করা হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৪ জানুয়ারি ফৌজদারহাটবন্দর লিংক রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এতে প্রায় এক হাজার কোটি টাকা মূল্যের ১৯৪ দশমিক ১৮ একর খাস জমি উদ্ধার করা হয়। অভিযানের সময় সরকারের ওই খাস জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত শুকতারাসহ বিভিন্ন হোটেল, রেস্তোরাঁসহ প্রায় একশ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভারতের সঙ্গে হাসিনাকে ফেরানো আর স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে
পরবর্তী নিবন্ধখুলে দেওয়া হয়েছে এস আলমের ৯ কোম্পানি