এবার টেস্ট র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

নিষিদ্ধ হওয়ার সময় আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম র‌্যাংকিং হালনাগাদে চার নম্বরে আছেন বাংলাদেশের অলরাউন্ডার। নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শেষে গতকাল সোমবার টেস্টের সবশেষ র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি। তাতে সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৬। হ্যামিল্টন টেস্টে ভালো করতে না পারায় শীর্ষস্থান হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। শীর্ষে উঠেছেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিলেন হোল্ডার। স্টোকস এখন এগিয়ে আছেন ১২ পয়েন্টে। তার পয়েন্ট ৪৪৬, হোল্ডারের ৪৩৪। ৩৯৭ পয়েন্ট নিয়ে তিনে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। র‌্যাকিংয়ের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার এক বছর বা এর বেশি সময় নিষিদ্ধ হলে র‌্যাংকিংয়ের বাইরে রাখা হয় তাকে। তিন সংস্করণেই র‌্যাংকিং থেকে তাই কাটা পড়ে সাকিবের নাম।
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ওয়ানডে র‌্যাংকিংয়ের প্রথম হালনাগাদেই তিনি ফিরে পান অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের প্রথম হালনাগাদেও ফেরেন আগের দ্বিতীয় অবস্থানে থেকে। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সাকিব আছেন ৩৭তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে মুশফিকুর রহিম। তার অবস্থান ১৮তম। বোলারদের র‌্যাংকিংয়ে ২২তম স্থানে থাকা সাকিবই বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে। ২৬তম স্থান নিয়ে তার পরে আছেন তাইজুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চাঁদপুর
পরবর্তী নিবন্ধট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি করোনায় আক্রান্ত