এবার চবির শাটল অবরোধ করল দ্বিতীয়বার পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনকারীরা

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ১২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে কাফনের কাপড় গায়ে জড়িয়ে রেললাইন অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে দশটার দিকে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকরা।

তাদের আন্দোলনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাড়ে দশটার শাটল ট্রেন আধাঘন্টা দেরিতে ছেড়ে যায়। এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম কেন নাই, শেখ হাসিনার বাংলায় সেকেন্ড টাইমের সুযোগ চাই’, ‘চবি সেকেন্ড টাইম, আমাদের দাবি মানতে হবে’ স্লোগান দেন তারা।

আন্দোলনকারী রিমকাতুল জান্নাত বলেন, দীর্ঘ ৬ মাস আমরা আন্দোলন করে আসছি। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি- সবখানেই আমাদের দাবির বিষয়ে অবহিত করেছি। তারাও আমাদের বিষয়ে একমত।

কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে বার বার কথা দিয়ে কথা ভঙ্গ করছেন। বাধ্য হয়ে আমরা কাফনের কাপড় পড়ে আন্দোলনে নেমেছি। কারণ এ সুযোগ না পেলে আমাদের জীবনের কোনও মূল্যায়ন নেই।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মধ্যরাতে আর্জেন্টিনা ও ইতালির সমর্থকদের হাতাহাতি, সংঘর্ষ
পরবর্তী নিবন্ধকাজ করতে হবে নিঃস্বার্থভাবে, তাহলেই পদক আপনার কাছে আসবে : এম এ মালেক