জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদ না থাকা ভাসমান ও ছিন্নমূল লোকজনদের করোনার টিকা প্রদান শুরু হচ্ছে চট্টগ্রামেও। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রেল স্টেশনে ভাসমান লোকজনদের মাঝে এ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, কলকারখানাসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক, ভ্যান চালক, রিকশা চালক, পরিবহন শ্রমিক, ছিন্নমূল শ্রেণি ও ভাসমান লোকজনের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ নেই। যার কারণে নিবন্ধন করে টিকা গ্রহণের সুযোগও তাদের নেই। আবার তাদের অনেকের স্থায়ী কোনো ঘর বা ঠিকানাও নেই। ভাসমান এসব লোকজনকেই এনআইডি ও জন্মনিবন্ধন ছাড়া টিকা দেয়া হবে। এই শ্রেণির লোকজনকে এক ডোজের জনসন এন্ড জনসনের টিকা প্রয়োগ করা হবে। এটি সিঙ্গেল ডোজের টিকা। যাদের এই টিকা দেয়া হবে, তাদের আর দ্বিতীয় ডোজ প্রয়োগের প্রয়োজন হবে না। এজন্যই ভাসমান লোকজনদের এই জনসন এন্ড জনসনের টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রামের জন্য এরইমধ্যে জনসন এন্ড জনসনের এক লাখ ৮০০ ডোজ টিকা পাওয়া গেছে বলেও জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
প্রথম দিন রেল স্টেশনসহ নগরীর মোট ৫টি স্পটে (স্থানে) ভাসমান লোকজনদের টিকা দেয়া হবে জানিয়ে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, অন্য স্পটগুলোর ৫ম পৃষ্ঠার ১ম কলাম
মধ্যে সাগরিকা সিডিএ মার্কেটের মুখে, সিআরবি (ফলমন্ডি), অঙিজেন মোড় (ট্রাক স্ট্যান্ড) ও চাক্তাই খাতুনগঞ্জের চর চাক্তাই স্কুল মাঠে এ টিকা দেয়া হবে। এসব স্পটে টিকাদান টিমে রেড ক্রিসেন্ট ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা নিয়োজিত থাকবে। আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ে আরো ৫টি স্পটে ভাসমান লোকজনদের এ টিকা দেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রেল স্টেশন এলাকায় ভাসমান লোকজনদের টিকাদান কার্যক্রমে উদ্বোধক হিসেবে থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের উপস্থিত থাকার কথা রয়েছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।