এবার চট্টগ্রামের সামনে চ্যাম্পিয়ন কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:০৮ পূর্বাহ্ণ

বিপিএলের এবারের আসরের চার ম্যাচের দুটিতে জিতেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে নিজেদের মাঠে বেশি ম্যাচ থাকায় চট্টগ্রামেই পয়েন্ট বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল চ্যালেঞ্জার্সদের। যদিও সে লক্ষ্যের পথে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিল আফিফ হোসেনরা। যদিও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ফিরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন লক্ষ্য কেবল এগিয়ে যাওয়া। আর সে এগিয়ে যাওয়ার পথে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। যদিও আগের আসরের চ্যাম্পিয়ণরা এবারের আসরে একেবারেই বিবর্ণ। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে ইমরুল কায়েসের দল। হারের বৃত্ত থেকে বের হবার লক্ষ্য তাই ভিক্টোরিয়ান্সদের। আর সে লক্ষ্যে কুমিল্লার সামনে দারুণ আত্মবিশ্বাসী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবারের বিপিএলে এ দুদল প্রথমবারের মত মুখোমুখি হচ্ছে। যেখানে কুমিল্লা এক রকম দেওয়ালে পিট ঠেকে যাওয়া অবস্থায় রয়েছে। তাই আজ জয়ের জন্যই মাঠে নামবে কুমিল্লা সেটা বলাই যায়। আর চট্টগ্রামের লক্ষ্য জয়ের ধারায় থাকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে কুমিল্লা এবং চট্টগ্রামের এই ম্যাচটি।

একেতো আগের আসরের চ্যাম্পিয়ন। তার উপর একেবারে ফেভারিট হিসেবেই এবারের আসর শুরু করেছিল কুমিল্লা। কিন্তু মাঠে সে প্রতিফলন ঘটাতে পারেনি তারা। ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে ও দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল কুমিল্লা। ঢাকা পর্ব শেষ করে চট্টগ্রামে এসেও ভাগ্য বদলায়নি কুমিল্লার। সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ফরচুন বরিশালের কাছে ১২ রানে হারে কুমিল্লা। তাই এখন আজকের ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প পথ নেই কুমিল্লার। অপরদকে সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হেরে এবারের বিপিএল শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দ্বিতীয় ম্যাচেই খুলনা টাইগার্সকে উড়িয়ে দেয় ৯ উইকেটে। যদিও নিজেদের মাঠ চট্টগ্রামে এসে প্রথম ম্যাচেই আবার হারের স্বাদ নিতে হয় স্বাগতিকদের। তবে দ্বিতীয় ম্যাচে আবার স্বরূপে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ম্যাচে বরিশালের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ঢাকাকে উড়িয়ে দিয়েছে।

দারুন আত্নবিশ্বাসী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন তৃতীয় জয় তুলে নিতে উম্মুখ। গতকাল অনুশীলনেও বেশ ফুরফুরে মেজাজে ছিল চট্টগ্রাম। বিশেষ করে আগের ম্যাচের দুই জয়ের নায়ক আফিফ এবং রাসুলি যেন সে ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে চয় আজকের ম্যাচে কুমিল্লার বিপক্ষে। গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের বাইরের নেটে তিন ঘন্টা অনুশীলন করেছে চ্যালেঞ্জার্সরা। ঘাম ঝরিয়ে যেন নিজেদের আত্নবিশ্বাসকে আরো মজবুত করে নিল। কারন বিপিএলের এখন যে পর্যায়ে এসে দাড়িয়েছে তাতে এখন হারের কোন সুযোগ নেই। নক আউট পর্বে খেলতে হলে পরের ম্যাচ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ন। আর সে গুরুত্ব অনুধাবন করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজ চ্যাম্পিয়নদের আরো একটি হারের স্বাদ দিতে মাঠে নামবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ভেন্যুতে খাগড়াছড়ির জয়
পরবর্তী নিবন্ধবেতন বাড়ানোর দাবিতে রাস্তায় পর্তুগালের শিক্ষকরা