এবার গ্রেপ্তার ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ

চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় মামলা

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪৪ পূর্বাহ্ণ

এবার সাতকানিয়ায় গ্রেপ্তার নবনির্বাচিত ইউপি সদস্য মো. ফরহাদ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলীর গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ার ঘটনার জের ধরে এই হামলা হয়েছে বলে জানা যায়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী। এদিকে, চেয়ারম্যান রমজান আলীর গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রমজান আলী নিজে বাদী হয়ে সাতকানিয়া থানায় এ মামলা দায়ের করেন।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসা এলাকায় নব নির্বাচিত ইউপি সদস্য মো. ফরহাদ উদ্দিনের নেতৃত্বে চেয়ারম্যান রমজান আলীর গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে। এ ঘটনার জের ধরে চেয়ারম্যানের পক্ষের লোকজন ফরহাদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে ও বসত ঘর লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
এদিকে, ঘটনার পরপর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে নব নির্বাচিত ইউপি সদস্য ফরহাদকে গ্রেপ্তার করে।
চেয়ারম্যান রমজান আলী বলেন, আমার ওপর হামলা করার পর তারা নিজেরা বাড়িতে ভাংচুর ও গুলি ছুঁড়ার নাটক সাজিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। নব নির্বাচিত ইউপি সদস্য ফরহাদ উদ্দিনের ছোট ভাই মো. রিফাত জানান, ফরহাদ বা তার পক্ষের লোকজন চেয়ারম্যানের গাড়ি বা তার কর্মী-সমর্থকদের উপর গুলি করেনি। আমার ভাইয়ের কাছে চেয়ারম্যানের ভায়েরা ভাই আবু তৈয়ব পরাজিত হওয়ার বিষয়টি তারা মেনে নিতে পারছে না। ফলে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান রমজান আলীর নেতৃত্বে আমাদের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায় এবং ঘরে গুলি ছুড়ে। এমনকি ঘরে থাকা মোটরসাইকেলটিও ভেঙে তছনছ করে দেয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ার ঘটনায় নব নির্বাচিত সদস্য ফরহাদসহ জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য ফরহাদকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। তিনি আরো জানান, ফরহাদের ঘরে হামলা-ভাংচুর সংক্রান্ত কোন অভিযোগ আমরা পায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ
পরবর্তী নিবন্ধআহত অপর ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক