দেশের পশ্চিম সীমান্ত জেলা কুষ্টিয়া থেকে বাসে করে কোকেন ও হেরোইন আসছে দেশের পূর্ব সীমান্ত জেলা কক্সবাজারে। সম্প্রতি আন্তর্জাতিক মাদক কারবারি চক্র ‘কুষ্টিয়া টু কক্সবাজার’ মাদক পাচারের নতুন রুট খুলেছে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসে কুষ্টিয়া থেকে কক্সবাজারে আসা যাত্রীবাহী বাসে তল্লাশি করে তিন দফায় বিপুল পরিমাণ হেরোইন ও কোকেন উদ্ধার করা হয়েছে। সর্বশেষ গতকাল শনিবার জব্দ করা হল ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ‘মালিকবিহীন’ অবস্থায় এসব কোকেন উদ্ধার করে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে গত ১৭ নভেম্বর একই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন ও গত ৩ নভেম্বর চার কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করে বিজিবি। বাস দুটিও কুষ্টিয়া থেকে কক্সবাজার শহরে আসছিল। তবে এসব উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। কক্সবাজার সদরস্থ ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, কুষ্টিয়া থেকে একটি যাত্রীবাহী বাসে কোকেনের একটি বড় চালান কক্সবাজারে আসছে– এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে বাংলা বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এক পর্যায়ে কক্সবাজার শহরমুখী সন্দেহজনক একটি বাস আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেয়। এতে সন্দেহজনক এক ব্যক্তি বাস থেকে লাফ দিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে বাসটিতে তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
ভারত সীমান্তবর্তী কুষ্টিয়া থেকে বাসে করে পূর্ব সীমান্ত জেলা কক্সবাজারে কোকেন ও হেরোইনের চালান আসার ঘটনা চলতি মাসের আগে কখনও ধরা পড়েনি। আন্তর্জাতিক মাদক কারবারি চক্র ‘কুষ্টিয়া টু কক্সবাজার’ একটি নতুন রুট খুলেছে বলে ধারণা করা হচ্ছে।