এবার কি দখলমুক্ত হবে জলকদর

সীমানার ডিজিটাল সার্ভে রিপোর্ট ডিসির কাছে হস্তান্তর

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী | শুক্রবার , ২২ নভেম্বর, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বুক চিরে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী জলকদর খালটি ভরাট হয়ে যাওয়াতে শুষ্ক মৌসুমে চরম ভোগান্তি পোহাতে হয় এলাকার জনগণকে। ব্যবসাবাণিজ্যের অন্যতম যোগাযোগ মাধ্যমটি দখলেভরাটে হারিয়ে যাওয়াতে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। এসব জনভোগান্তি লাঘবের লক্ষ্যে খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ ও সীমানা নির্ধারণের জন্য বিগত ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৬ জন সার্ভেয়ার নিয়োগ দেয়া হয়। বাঁশখালী উপজেলা ভূমি অফিস ৬ সার্ভেয়ারের সঙ্গে ১ জন ডিজিটাল সার্ভেয়ার নিয়োগ দেয়। প্রায় এক বছরের চেষ্টায় খালের সীমানা নির্ধারণের কাজ সফলতার সঙ্গে সমাপ্ত করে গতকাল বৃহস্পতিবার সার্ভে রিপোর্ট জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

বাঁশখালী উপজেলা প্রশাসন জানায়, নির্ভুল সীমানা নির্ধারণ এবং ভবিষ্যতে অবৈধ দখল সংক্রান্ত জটিলতা এড়াতে উপজেলা প্রশাসন জলকদর খালের সীমানা নির্ধারণের কাজটি ম্যানুয়ালি না করে ডিজিটাল সার্ভের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেয়। দীর্ঘদিনের প্রস্তুতকৃত সার্ভে রিপোর্ট বৃহস্পতিবার জেলা প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, গতবছর বাঁশখালীতে যোগদানের কিছুদিনের মধ্যে সকলের সর্বাত্মক সহযোগিতায় অসংখ্য চ্যালেঞ্জ ও বাধা মোকাবেলা করে জলকদর খালের সীমানা নির্ধারণের উদ্যোগ গ্রহণ করা হয়। খানখানাবাদ ও সাধনপুরের সংযোগস্থল ঈশ্বর বাবুর হাট থেকে কুতুবখালী চ্যানেল পর্যন্ত বয়ে চলা খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে স্বমহিমায় ফিরিয়ে আনা ছিল বাঁশখালীর আপামর জনগণের দীর্ঘদিনের দাবি। আমরা সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনায় ডিজিটাল সার্ভের মাধ্যমে জলকদর খালের সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করে সিএস ও বিএস নকশা/ম্যাপ তৈরি করতে সক্ষম হয়েছি। আশা রাখি খুব শীঘ্রই জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ডে নির্ধারিত সীমানার ডিজিটাল সার্ভে রিপোর্ট হস্তান্তর করবেন। তিনি বলেন, অবৈধ দখলদারদের চিহ্নিত করণ ও উচ্ছেদ পূর্বক খাল খননসহ জলকদর খাল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যেকোনো উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডকে সবধরনের সহযোগিতা দেবে উপজেলা প্রশাসন। আশা করি এবার জলকদর খাল অবৈধ দখলদার মুক্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শকের দায়িত্বে টবি ক্যাডম্যান
পরবর্তী নিবন্ধতেল খালাসের ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং’ পরিচালনা করবে চীনা কোম্পানি