কক্সবাজারের চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত আরো একটি মামলায় এক বছরের প্রবেশন সাজা এবং ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন। মামলার আসামি কলেজছাত্র হওয়ায় ভবিষ্যত চিন্তা করে এই প্রবেশন সাজার রায় প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব। এতে ওই ছাত্রের এক বছরের সাজা হলেও তাকে জেলহাজতে যেতে হচ্ছে না।
গতকাল সোমবার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। তবে প্রবেশন সাজার বিপরীতে প্রতিপালন করতে হবে যেসব শর্ত তা পূর্ণাঙ্গভাবে জানা যাবে আজ মঙ্গলবার।
আসামি পক্ষের প্রধান আইনজীবী আনোয়ারুল আজিম এই তথ্য নিশ্চিত করেছেন।আইনজীবী আনোয়ারুল আজিম দৈনিক আজাদীকে বলেন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের মামলায় একমাত্র আসামি ছিলেন চকরিয়া পৌরসভার হালকাকারা গ্রামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী (পরিচয় গোপন রাখা হলো)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মামলার আসামি শিক্ষার্থী হওয়ায় ভবিষ্যত বিবেচনায় নিয়ে এক বছরের প্রবেশন সাজা এবং ১ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক।
তিনি বলেন, কয়েকটি শর্ত প্রতিপালন সাপেক্ষে ওই ছাত্রকে প্রবেশন সাজা প্রদান করার বিষয়টি যুগান্তকারী এবং আসামির আত্মোপলব্ধি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই রায় থেকে অনেকে শিক্ষা নেবেন এবং আদালতের এমন রায়কে সকলে সুবিবেচনায় দেখছেন।
চকরিয়া অ্যাডভোকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী লুৎফুল কবির দৈনিক আজাদীকে বলেন, আমাদের চকরিয়া আদালতের বিজ্ঞ বিচারক ইতোপূর্বেও বেশ কয়েকটি যুগান্তকারী রায় দিয়েছেন। এসব রায়ের প্রত্যেকটি ছিল শিক্ষনীয়।












