জামায়াতের ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা জোট গঠনের পর জাতীয় নাগরিক পার্টি–এনসিপির দুই নেতা পদত্যাগ করেছেন। তার আগে দল ছাড়েন আরও দুই নেতা। গতকাল বৃহস্পতিবার ফেসবুক পেইজে পোস্ট দিয়ে খান মুহাম্মদ মুরসালীন নামে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক তার পদত্যাগের কথা জানিয়েছেন। অন্যদিকে গতকাল বিকেলে এনসিপির মিডিয়া বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের ঘোষণা দেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।












