টিভি কিংবা ওটিটি অথবা ইউটিউব, সব মাধ্যমেই নাটকের সবচেয়ে সফল জুটি হিসেবে ধরা হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। যদিও মাঝে লম্বা সময় এই জুটিকে একসঙ্গে পায়নি ভক্তরা। কারণ, দুজনেই নাটক অতিক্রম করে নিজেদের মেলে ধরেছেন সিনেমায়। খবর মিলছে, দু’জনকে নিয়ে তৈরি হচ্ছে একটি সিনেমা। যেখানে বাণিজ্য আর শিল্প একে অপরের হাত ধরে এগিয়ে যাবে। কারণ, এটি নির্মাণ করছেন মেধাবী নির্মাতা ভিকি জাহেদ। সিনেমাটি প্রসঙ্গে এখনই কেউ কিছু বলতে নারাজ। কারণ, বড়সড় আনুষ্ঠানিকতার পরিকল্পনা চলছে। তবে নাম প্রকাশে অনীহা অনেকেই খবরটি নিশ্চিত করেছেন। শিগগিরই গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটি প্রসঙ্গে প্রকাশ করবেন সংশ্লিষ্টরা। এই জুটিকে প্রথমবার ওটিটিতে একসঙ্গে দেখা যায় একই নির্মাতার ‘রেডরাম’–এ। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া রহস্যময় গল্পে নিশো ও মেহজাবীনের অভিনয় দর্শকের কৌতূহল বাড়িয়ে দেয়।
পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘মরীচিকা’, ‘কাইজার’, ‘সিন্ডিকেট’সহ নানা কাজের মাধ্যমে তারা আলাদাভাবেও প্রশংসা কুড়িয়েছেন। দু’জনে বড় পর্দায় এক হওয়ার আগে আফরান নিশো সমপ্রতি শেষ করেছেন ‘দম’ সিনেমার শুটিং, যার মাধ্যমে কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি। অন্যদিকে মেহজাবীন চৌধুরী কাজ করছেন শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন প্রীতম হাসান।











