যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়ন বিল পাস না করা নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কথায় সায় দিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবার দক্ষকর্মী ভিসা এইচ–১বি নিয়ে বিতর্কেও মাস্কের সঙ্গে সুর মেলালেন তিনি। খবর বিডিনিউজের।
বললেন, আমি সবসময় এইচ–১ বি ভিসা পছন্দ করেছি, আমি সবসময় এই ভিসার পক্ষে ছিলাম। অথচ ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় এইচ–১বি ভিসা সীমিত করার উদ্যোগ নিয়েছিলেন।
সেই ট্রাম্পই শনিবার নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় বললেন তিনি এই ভিসার পক্ষে ছিলেন। ট্রাম্প বলেন, আমার সম্পত্তিতে অনেক এইচ–১বি ভিসা আছে। আমি এইচ–১বি ভিসায় বিশ্বাস করি। অনেকবারই আমি এটি কাজে লাগিয়েছি। এটি একটি খুব ভাল কর্মসূচি। টেসলা, স্পেসএক্স এবং এক্স–এর সিইও ও উদ্যোক্তা ইলন মাস্ক এইচ–১বি ভিসার পক্ষ সমর্থন করে স্যোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেওয়ার পর ট্রাম্প এই ভোল পাল্টালেন। বিদেশি দক্ষ প্রযুক্তি কর্মীদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে তাদের জন্য এইচ–১বি ভিসার পক্ষ সমর্থনে যুদ্ধেও নামবেন বলে শুক্রবার অঙ্গীকার করেন ইলন মাস্ক।