এবার উরুগুয়ের কাছে পয়েন্ট হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

আগের ম্যাচে প্যারাগুয়ের সাথে ড্র করা ব্রাজিল এবারেও জয়ের দেখা পেলনা। এই ম্যাচেও পয়েন্ট হারাতে হলো ব্রাজিলকে। নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ১১ গোলে ড্র করেছে উরুগুয়েল সাথে। দ্বিতীয়ার্ধে ফেদে ভালভের্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। একটু পরেই ব্রাজিলকে সমতায় ফেরান জেহসন। স্কোর লাইনেই কেবল সমতা। এছাড়া বাকি সব দিক থেকেই ঘরের মাঠে এগিয়ে ছিল ব্রাজিল। প্রায় ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয় দরিভাল জুনিয়রের দল। তাদের কেবল তিনটি শট ছিল লক্ষ্যে। রক্ষণে বেশি মনোযোগ দেওয়া উরুগুয়ের আট শটের দুটি ছিল লক্ষ্যে। ডি বক্সে বেশ কয়েকবার বল পেলেও দুর্বল শটে সুযোগ নষ্ট করে মার্সেলো বিয়েলসার দল। ম্যাচে প্রথম সুযোগ পায় ব্রাজিল। তৃতীয় মিনিটে দুরূহ কোণ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি রেয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। ২১ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন ফাকুন্দো পেলিস্ত্রি। ডি বক্সে বল পেলেও ঠিক মতো শট নিতে পারেননি উরুগুয়ের তরুণ এই ফরোয়ার্ড। ৩৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। পাঁচ মিনিট পর উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দের আচমকা শটও ব্যর্থ হয় একইভাবে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল পেয়েই যাচ্ছিল ব্রাজিল। রাফিনিয়ার কর্নারে ইগো জেসুসের হেড ব্যর্থ করে দেন উরুগুয়ে গোলরক্ষক। দুই দল মিলিয়ে লক্ষ্যে এটাই প্রথম শট!

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সুযোগ পান সাভিনিয়ো। ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শট রাখতে পারেননি লক্ষ্যে। রাফিনিয়ার রক্ষণচেরা পাসে দারুণ সুযোগ আসে ভিনিসিউসের সামনে। দারুণ গতিতে ঝলকে দেখালেও আসল কাজটা করতে পারেননি তিনি। শট পেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। স্বাগতিকদের চমকে দিয়ে ৫৫ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে জাল খুঁজে নেন ভালভের্দে। ৭ মিনিট পর দূরপাল্লার শটেই দারুণ এক গোলে সমতা ফেরায় ব্রাজিল। রাফিনিয়ার ক্রস হেড করে ক্লিয়ার করতে চেয়েছিলেন রদ্রিগো বেন্তানকুর। সফল হননি তিনি। ডি বক্সের মাথায় পেয়ে জোরালে ভলিতে ঠিকানা খুঁজে নেন জেহসন। ৬৪ মিনিটে এগিয়েও যেতে পারত ব্রাজিল। একটু আগে বদলি নামা গাব্রিয়েল মার্তিনেল্লির বুলেট গতির শট গ্লাভসে নেন উরুগুয়ে গোলরক্ষক সার্জিও রোচেত। চার মিনিট পর সফরকারীদের এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন রদ্রিগো আগিরে। কিন্তু বিপজ্জনক জায়গায় বল পেয়েও ঠিক মতো শট নিতে পারেননি তিনি। ৭৭ মিনিটে আবার সুযোগ পান আগিরে। এবারও ঠিক মতো শট নিতে পারেননি তিনি। তবুও বল যাচ্ছিল জালের দিকে। ঝাঁপিয়ে ফেরান ব্রাজিল গোলরক্ষক এদেরসন। চার মিনিট পর রাফনিয়ার দূরপাল্লার শট বেরিয়ে যায় ক্রসবারের একটু উপর দিয়ে। টানা দুই জয়ে ছন্দে ফেরার আভাস দেওয়া ব্রাজিল টানা দুই ড্রয়ে পিছিয়ে নেমে গেছে পাঁচে। ১২ ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৮। পাঁচ জয়ের সঙ্গে পাঁচ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে।

পূর্ববর্তী নিবন্ধঅশ্রু চোখে বিদায় রাফায়েল নাদালের
পরবর্তী নিবন্ধরাঙ্গামাটিতে সাফজয়ী ঋতুপর্ণা মনিকা ও রূপনার সংবর্ধনা শনিবার