এবার উপস্থাপনায় জেসিয়া ইসলাম

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ (২০১৭) এর মুকুট জিতে আলোচনায় এসেছিলেন জেসিয়া ইসলাম। ওই বছর সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে তিনি লালসবুজের পতাকা উড়িয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন তিনি। পরে নাটকে অভিনয় করলেও মডেলিংয়ে নিয়মিত হন। জেসিয়ার ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, হালের সম্ভাবনাময় এই তরুণী এবার উপস্থাপনা শুরু করলেন। তার নতুন শো এর নাম ‘ফেসকার্ড’। যে ইতোমধ্যে প্রচার শুরু হয়েছে ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টের প্লাটফর্মে। অতিথি হিসেবে এসেছেন নিরব, শিলা, মিয়ামি।

জেসিয়া বলেন, আগে শুধু আমি ইন্টারভিউ দিয়েছি। এবার আমাকে হোস্ট (উপস্থাপনা) হিসেবে পাওয়া যাচ্ছে। আমাকে ইন্টারভিউ দিতে গেস্টরা আসছেন। তিনি বলেন, সবেমাত্র শুরু করলাম, এই কাজটি করে বেশ মজা পাচ্ছি। আমি নিজেও ইন্টারভিউ দিতে গিয়ে অনেককিছু বলতে চাই কিন্তু সেগুলো জিজ্ঞেস করা হয় না। আমার মনে হয়, মিডিয়া ইন্ডাস্ট্রির অন্যদের মধ্যেও একই বিষয় কাজ করে। সেই সব টপিক্স নিয়েই আমার হোস্টিং শো

পূর্ববর্তী নিবন্ধজীবনে কতবার পড়ে গেছেন? খতিয়ান দিলেন মেহজাবীন
পরবর্তী নিবন্ধনতুন পরিচয়ে জ্যোতিকা জ্যোতি