এবার উপজেলায় হারলেন সাবেক এমপি জাফর

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

সংসদ নির্বাচনে পরাজয়ের পর এবার উপজেলা নির্বাচনেও হারলেন চকরিয়াপেকুয়ার সাবেক সংসদ সদস্য জাফর আলম। গতকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চকরিয়ার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। চকরিয়া উপজেলা নির্বাচনের ঘোষিত ফলাফলে জাফর আলম এক হাজার ৬৭১ ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর কাছে হেরে যান। ঘোষিত ফলাফলে দেখা যায়, দোয়াত কলম মার্কার ফজলুল করিম সাঈদী ৫৯ হাজার ৯৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য ঘোড়া মার্কার প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫৮ হাজার ২৮২ ভোট।

এরআগে চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার১ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের কাছে পরাজিত হন সাবেক সংসদ সদস্য জাফর আলম।

জাফর আলম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার১ আসনে (চকরিয়াপেকুয়া) আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে (বীরপ্রতীক) আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন জাফর আলম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন কেন্দ্রের ফলাফল ছাড়াই কক্সবাজার১ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান তথা হাতঘড়ি প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ৮১,৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তথা ট্রাক প্রতীকের জাফর আলম পেয়েছেন ৫২,৮৯৬ ভোট। তবে ভোট শেষ হওয়ার ৫০ মিনিট আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। সে নির্বাচনে পরাজিত হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জাফর আলম।

তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ২০০৩ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরে ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পেশায় তিনি একজন মৎস্য ব্যবসায়ী।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় সাঈদী, পেকুয়ায় রাজু ঈদগাঁওয়ে তালেব জয়ী
পরবর্তী নিবন্ধচাটগাঁইয়া বাবর আলীর এবার লোৎসে জয়