এবার উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার ১১ বছরের মেয়ে

| শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

ভারতের উত্তরপ্রদেশের বালিয়ায় ১১ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার হয়েছেন। ধর্ষণের ভিডিও তিনি অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করেন। কর্মকর্তারা গতকাল শুক্রবার এমনটি জানান। খবর দ্য হিন্দুর। খবর বাংলানিউজের।

পুলিশ বলছে, ৬ আগস্ট ঘটনাটি ঘটে যেদিন মেয়েটি তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেদিন অভিযুক্ত তরুণ ওই এলাকায় ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করলে রোববার (১১ আগস্ট) একটি মামলা দায়ের করা হয়। ওই অঞ্চলের সার্কেল অফিসার মোহাম্মদ ফাহিম কুরাইশি বলেন, এক মেয়েকে ধর্ষণের মামলায় কাল্লু নামে ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একটি দল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। এদিকে গত শুক্রবার ভারতের আর জি কর মেডিকেল কলেজে ৩১ বছর বয়সী এক নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার শিকার হন। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়াকে শান্তি আলোচনায় বাধ্য করতেই কুর্স্কে হামলা : ইউক্রেন
পরবর্তী নিবন্ধবিক্ষোভে উত্তাল ভারতে কর্মবিরতির ডাক চিকিৎসকদের