এবার ইনকিলাব মঞ্চের ৪ দফা ঘোষণা

সারা দেশের শিক্ষার্থীদের শাহবাগে যাওয়ার আহ্বান

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

এবার চার দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষে এসব দাবি ঘোষণা করা হয়। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এসব কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। খবর বাংলানিউজের।

দাবিগুলোর মধ্যে রয়েছে. যে বা যারা ওসমান হাদিকে খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা খুনের সহায়তা করেছে, আগামী ২৪ দিনের মধ্যে তাদের বিচার করতে হবে। ২. বাংলাদেশে যে সব ভারতীয়রা কাজ করে, বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

. খুনি হাসিনাসহ যারা বাংলাদেশে ১৭ বছর ঘুম ও খুন করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদের যদি ফেরত দেওয়া না হয়, তাহলে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে নালিশ জানাতে হবে। যারা বাংলাদেশের শত্রু, আমরা কোনোভাবেই তাদের ভারতে আশ্রয় দেওয়ার পক্ষে নই। যদি তাদের আশ্রয় দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

. বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত, তারা এখন পর্যন্ত একেকজন একেক বক্তব্য দিচ্ছে। কারও বক্তব্যের সঙ্গে কারও বক্তব্য নেই। তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণকে তারা ভয় পায়। সরকারের কাছে অনুরোধ করছি, তাদের চিহ্নিত করে তাদেরকে অতি দ্রুত চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। এই দফার সঙ্গে সিভিলমিলিটারির মধ্যে যারা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দোসর, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

জাবের এ সময় কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, সোমবার দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুলকলোজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোর হবে।

পূর্ববর্তী নিবন্ধএই এনসিপির অংশ হচ্ছি না : মাহফুজ
পরবর্তী নিবন্ধমেঘালয়ে ফয়সালের দুই সহযোগী গ্রেপ্তার