নির্বাচনি জোট করলেও ভোটে প্রার্থীকে সংশ্লিষ্ট দলের প্রতীকে নির্বাচন করার বিধান রাখার বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের পর এবার আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএনপি। সংশোধিত আরপিওতে জোটভুক্ত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে তা তুলে নিতে বলেছে দলটি।
গতকাল মঙ্গলবার বিকালে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের তরফে আবেদনটি তার হাতে তুলে দেন। তার আগে রোববার এ বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয় বিএনপি। জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে নিজেদের ইচ্ছামত জোটের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ চায় দলটি। খবর বিডিনিউজের।
আইন মন্ত্রণালয় থেকে বেরিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওর ২০ ধারায় কেবিনেটে একটা পরিবর্তন আনা হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। আগে বিধান ছিল জোটভুক্ত দলগুলো হয় নিজেদের প্রতীক অথবা জোটের অন্য কোনো দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। আরপিওতে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে। সংশোধনীর প্রায় প্রতিটির সঙ্গে আমরা একমত হয়েছি। যেমন ‘না’ ভোটের ক্ষেত্রে, প্রার্থীদের জামানত বৃদ্ধি, অনিয়ম হলে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের এখতিয়ার ইত্যাদি। আমরা সবগুলোর সঙ্গে একমত হলেও এই বিধানটার সঙ্গে একমত হইনি।
আইন উপদেষ্টার সঙ্গে আলোচনায় কী ফল এলো? জানতে চাইলে তিনি বলেন, আগেও আমি বিষয়টি আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছিলাম। তিনি বলেছিলেন যে এটা তিনি সরকারের নজরে আনবেন। তিনি নিশ্চয় সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা এটা নিয়ে আলোচনা করেছেন। অধ্যাদেশটি কেবিনেটে পাশ হওয়ার পর দেখলাম, বিবেচিত হয়নি। বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগ আগের মতোই আছে। নির্বাচন কমিশনেও আমরা একটি চিঠি দিয়েছি। আমরা আশা করি বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে এই বিষয়টি জরুরি। নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে নাই। ঐকমত্য কমিশনেও এটা নিয়ে আলোচনা হয়নি।
তবে সালাউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা সংবাধমাধ্যমে কোনো কথা বলেননি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের অনুমোদন হয় বৃহস্পতিবার। এটি এখন রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায় রয়েছে। এবার আরপিও সংশোধনে একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান আরপিওর অনুচ্ছেদ ২০–এ যুক্ত করা হয়েছে।












