বিপিএলের গত মৌসুমেও আবাহনী লিমিটেডের জার্সিতে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়াকে। কিন্তু সামনের মৌসুমের জন্য কোনো ক্লাবই দলে ভেড়ায়নি তাকে। তাই অন্তত শীতকালীন দলবদলের আগে ঘরোয়া ফুটবলে অনুপস্থিতই থাকবেন বাংলাদেশ অধিনায়ক। গত বৃহস্পতিবার শেষ হয়েছে ২০২৪–২৫ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদল। শেষ দিকে ব্রাদার্স ইউনিয়ন এসে আগ্রহ দেখিয়েছিল জামালের প্রতি। কিন্তু পারিশ্রমিক নিয়ে সমঝোতায় না আসতে পারায় সেই চুক্তি আর হয়নি। গত মৌসুমে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে খেলার পর মাঝের সময়ে এসে আবাহনীতে যোগ দেন জামাল। ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের জার্সিতে দেখা যায় তাকে। এর আগের বছরই অবশ্য আবাহনী ক্লাবে নাম লেখান তিনি। এদিকে জামালের সাবেক দুই ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি নিজেদের প্রত্যাহার করে নেওয়া এবারের প্রিমিয়ার লিগ হবে ১০ দলের।