প্রতি বছর অমর একুশে বইমেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের লেখা নতুন বই থাকেই। এবারের মেলায়ও তার ব্যতিক্রম হচ্ছে না। চবির বিভিন্ন বিভাগের ১৭ শিক্ষার্থীর নতুন বই শোভা পাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের মেলায়। এর মধ্যে রয়েছে কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস, অনুবাদসহ বিভিন্ন ধরনের বই। চবির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের লেখা এসব মৌলিক বই ছাড়াও কিছু সম্পাদিত বইও বের হচ্ছে বিভিন্ন প্রকাশনী থেকে।
চবি প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জেসমিন পমি কাজী নজরুল ইসলামকে নিয়ে রচনা করেছেন একটি প্রবন্ধ। তার লেখা গ্রন্থটির নাম ‘নজরুলনামা’। বইটি প্রকাশ করেছে খড়িমাটি প্রকাশনী। চবির তরুণ সাহিত্যিক সাকিব মাহমুদ রুমীর প্রথম কাব্যগ্রন্থ ‘না পাইলাম খোদা, না পাইলাম তারে’ অনুলেখা প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে এবারের মেলায়। ব্যতিক্রমধর্মী একটি একাডেমিক বই ‘বায়োলজি অভিধান’ লিখেছেন চবির প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জামাল নাসের। এতে প্রায় হাজারেরও বেশি শব্দার্থসহ রয়েছে আটশোর মতো বায়োলজি ধারণা এবং দেড় শতাধিক শব্দ সংক্ষেপ। বইটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশনী।
চবির বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার জাওয়াদের ‘চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি’ প্রকাশিত হচ্ছে জ্ঞানকোষ প্রকাশনী থেকে। বইটির ধরন গ্রাম্য হরর মিস্ট্রি। হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কবি মিজবাহুল জান্নাত তারিনের প্রথম বই ‘কথা ছিলো সুবিনয়’ প্রকাশিত হচ্ছে। কবির মতে, তার কবিতাগুলো ঝরঝরে, সহজ ও সাবলীল, তবে অর্থে গভীর। বইটি প্রকাশ করেছে দূরবীন প্রকাশনী।
পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী কবি আলিম খানের প্রথম কাব্যগ্রন্থ ‘অন্যদৃষ্টি’ এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। প্রেম, প্রকৃতি এবং জীবনের গভীরতার মধ্যে হারিয়ে যাওয়ার এক অনন্য দিক উন্মোচনকারী এই বই প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। রাষ্ট্রের গুম, খুন, নির্যাতন, বিচারহীনতা এবং জুলাই গণ–অভ্যুত্থান এই সব কিছুর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লেখক রিফু লিখেছেন গল্পগ্রন্থ ‘রাজাদের রাজ্যে রাষ্ট্ররা’। বইটি প্রকাশ করেছে আদী প্রকাশন।
বাংলা বিভাগের শিক্ষার্থী কবি মুহাম্মাদ রিয়াদ উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ ‘বেথলেহেমের বুকের বারুদ’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে। কাব্যগ্রন্থটিতে ফিলিস্তিন, প্রেম এবং ফ্যাসিবাদী সময়ের এক নান্দনিক বয়ান রয়েছে। বইটি প্রকাশ করছে বয়ান পাবলিকেশন্স। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী কবি আলাউদ্দিন আল বোখারীর কবিতার বই ‘দৃপ্ত জুলাইয়ের পথে’ জুলাই গণ–অভ্যুত্থান ও তার প্রেক্ষাপটকে কেন্দ্র করে রচিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কবি প্রত্যয় বাধনের প্রথম কবিতার বই ‘জল ভালোবাসি’। কবির জীবন সংগ্রাম এবং প্রকৃতির সাথে মানবমনের সুদৃঢ় সংযোগ, প্রেম, বিরহ, বিদ্রোহ– এই সবই তার এই বইয়ের উপজীব্য। বইটি প্রকাশ করেছে ছায়া প্রকাশন।
দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী গাজী মো. তারেক হোসেনের কাব্যগ্রন্থ ‘বিষাদ রাতের ফুল’ প্রকাশ করছেন। বিষাদ, বিরহ এবং একাকিত্ব– এই কাব্যগ্রন্থের মূল বিষয়। এটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী। ‘ডোন্ট বিলিভ এভ্রিথিং ইউ থিংক’ বইটি মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা লেখক জোসেফ এনগোয়েনের। কীভাবে চিন্তার ইতিবাচকতা ও নেতিবাচকতা আমাদের কাজ ও জীবনকে নিয়ন্ত্রণ করে তা নিয়েই বইটি। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও অনুবাদক ইফতেখার আবির এটি বাংলায় অনুবাদ করেছেন। বইটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশনী। গণিত বিভাগের শিক্ষার্থী কবি অর্নব আইচের প্রথম কাব্যগ্রন্থ ‘মন, মগজ, মন্দির’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে বইটি দাঁড়িকমা প্রকাশনী থেকে।
বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কবি হিমেল চন্দ্র রায়ের প্রথম কবিতার বই ‘নৈঃশব্দ্য কারাগার’ এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। বইটি প্রকাশ করেছে সমন্বয় পাবলিকেশন। আরবি বিভাগের শিক্ষার্থী কবি ফায়াজ শাহেদের তৃতীয় বই ‘মানুষ মাত্রই শিবির’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে। এই বইয়ে বর্তমান সময়ের বিপ্লব ও বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ফুটে উঠেছে। রয়েছে জামায়াত–শিবিরের রাজনৈতিক কূটকৌশলও। বইটি প্রকাশ করছে ইনসাফ পাবলিকেশন। দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী আমিনুল হকের দ্বিতীয় উপন্যাস ‘নীল নক্ষত্রের নিচে’ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।
চবি পদার্থ বিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ঐন্দ্রিলা দত্তের প্রথম কবিতার বই ‘স্বার্থের বোঝাপড়া’ এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে মুদ্রণশিল্প প্রকাশনী। কবির মতে, এই বইয়ের কবিতাগুলো কেবল পড়ার জন্য নয়, অনুভব করার জন্য।