নগরীর জামালখানস্থ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে ১ অক্টোবর বিশ্বের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা পালন করার লক্ষ্যে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদের উদ্যোগে বৌদ্ধ যুব ও ছাত্র সংগঠনের সমন্বয়ে এক মতবিনিময় সভা গত ২৩ সেপ্টেম্বর স্বপন কুমার বড়ুয়ার সভাপতিত্বে মিথুন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন–ড. সুব্রত বরণ বড়ুয়া, নারী নেত্রী ববিতা বড়ুয়া, ভিপি উত্তম কুমার বড়ুয়া, যুবনেতা সুরঞ্জিত বড়ুয়া লাভু, প্রণব রাজ বড়ুয়া, স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, সনত বড়ুয়া, কাজল প্রিয় বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সজিব বড়ুয়া ডায়মন্ড, চরণ প্রসাদ মুৎসুদী, ছাত্রনেতা সৌমেন বড়ুয়া, শিমুল বড়ুয়া, প্রকৌশলী ঝুলন বড়ুয়া, বিকাশ কান্তি বড়ুয়া, সুজন বড়ুয়া, সুনয়ন বড়ুয়া, মেমাচিং মারমা, সুমন বড়ুয়া কমল, কল্লোল বড়ুয়া, শুভ বড়ুয়া, পুলক বড়ুয়া, পিয়াল বড়ুয়া, সানি বড়ুয়া, অনুপম বড়ুয়া, নিলয় বড়ুয়া, অনিক বড়ুয়া, উৎসব বড়ুয়া, দীপ্ত বড়ুয়া। এতে বৌদ্ধ যুব ছাত্র সংগঠনের পক্ষে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, সীবলী সংসদ চট্টগ্রাম, বাংলাদেশ কলেজ ইউনির্ভাসিটি বুড্ডিস্ট এসোসিয়েশন, মারমা যুব সমাজ, ত্রিরত্ন সংঘ, ত্রিবেদী, সম্যক, কন্থক বুড্ডিস্ট ইউনিটি, নবজাগরণ, আর্যসংঘ, ছায়াঙ্গণ, প্রচেষ্ঠা, নন্দন, মঙ্গল সংঘ, বুড্ডিস্ট ইয়ূথ ফ্রেন্ডশীপ গ্রুপ, সারিপুত্রসহ বিভিন্ন বৌদ্ধ যুব ছাত্র সংগঠন সমূহের প্রতিনিধিবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১ অক্টোবর প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে এ বছর বৈশ্বিক মহামারির কারণে সরকারের নির্দেশিত পথ অনুসরণ করে প্রশাসনের সাথে সমন্বয় রেখে যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা হবে। বিশেষ করে সন্ধ্যা ৬.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত চট্টগ্রামস্থ বৌদ্ধ মন্দির চত্বরে স্বল্প পরিসরে ফানুস উত্তোলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবারের ফানুস বৈশ্বিক মহামারিতে নিহতদের স্মরণে উৎসর্গ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।