আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী। প্রতিদিন একেকটি ইউনিয়নের বিভিন্ন অলিগলি, ওয়ার্ডে গণসংযোগ, পথসভা করছেন তিনি। এর ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) তিনি উপজেলার লালানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়েছেন। এসময় তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য দেন।
পথসভায় হুমাম কাদের চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোট গত ১৭ বছরের ভোটের মতো নয়। সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে যেতে হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিতে হবে। ভেবে–চিন্তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে হুমাম কাদের চৌধুরী বলেন, অনেকেই চায় এই নির্বাচন যেন না হয় এবং বিএনপিকে দুর্বল করা যায়। তবে এসব ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী দীর্ঘ ৩৫ বছর রাঙ্গুনিয়ার মানুষের পাশে ছিলেন। মৃত্যুর আগে রাঙ্গুনিয়ার মানুষের পাশে থাকার দায়িত্ব তাকে দিয়ে গেছেন। সেই দায়িত্ব পালন করতেই তিনি জনগণের কাছে ভোট ও দোয়া কামনা করেন। হুমাম কাদের চৌধুরীর গণসংযোগকালে এদিন বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।












