চট্টগ্রাম মহানগরীর ১৬ থানায় প্রতিবারের মতো এবারও সর্বজনীন দুর্গাপূজা এবং ব্যক্তিগত ঘটপূজাসহ ২৯৩টি পূজামণ্ডপে আজ থেকে ২৪ অক্টোবর ছয়দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে।
দুর্গাপূজায় ৪ দিনের ছুটিসহ ১৫ দফা দাবি জানানো হয় মহানগর পূজা পরিষদের পক্ষ থেকে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান গণতান্ত্রিক সরকারের বলিষ্ঠ ভূমিকায় এবারও শারদোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমরা মনে করি, সরকার ও প্রশাসনের সঠিক সিদ্ধান্তই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সম্ভাব্য নির্যাতন, নিপীড়ন রোধ করতে পারে। পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য বলেন, নগরীর সকল পূজামণ্ডপ ডিজেমুক্ত ও প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পূজার আনুষ্ঠানিকতা রাত ১২টার মধ্যে শেষ করার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ করা হয়েছে এবং প্রতিমা বিসর্জন ২৪ অক্টোবর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে ১৫ দফা দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, অ্যাডভোকেট চন্দন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, পূজা পরিষদের সহ–সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, লায়ন দীলিপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, সজল দত্ত, অ্যাডভোকেট নটু কুমার চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সহ–সাংগঠনিক সম্পাদক স্ট্যালিন দে, পূজা বিষয়ক সম্পাদক প্রিয়তোষ ঘোষ রতন, রাসেল দত্ত, অয়ন ধর প্রমুখ।