এবারও হচ্ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা

| সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৭:৪৪ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছরের মতো এবারও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা হচ্ছে না। করোনাভাইরাসের দীর্ঘ ছুটির পর সংক্ষিপ্ত সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি না থাকায় তা বাতিলে গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, সারসংক্ষেপের অনুমোদন আমাদের কাছে এসেছে। সম্ভবত আগামীকাল (সোমবার) এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। খবর বিডিনিউজের।
মহামারীর কারণে ২০২০ সালেও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া যায়নি। দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে সরাসরি ক্লাস শুরুর আগে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা হয়েছিল। তবে পরে ২০২১ শিক্ষাবর্ষের বাকি সময়ে এই পরীক্ষা নেওয়া সম্ভব নয় জানিয়ে তা বাতিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রতি বছর নভেম্বরে হয়ে আসা এই পরীক্ষা বাতিলের প্রস্তাবের সারসংক্ষেপে বলা হয়েছিল, এই স্বল্প সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও মুদ্রণ, দেশব্যাপী একযোগে এই পরীক্ষা পরিচালনা করা এবং নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা কষ্টসাধ্য হবে। সমাপনী পরীক্ষার পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার প্রস্তাবও রয়েছে সারসংক্ষেপে।

পূর্ববর্তী নিবন্ধশহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ
পরবর্তী নিবন্ধগ্যাস দুর্ঘটনা প্রতিরোধে যা করবেন