এবারও ভোগান্তিহীন ঈদযাত্রার আশা দক্ষিণ চট্টগ্রামবাসীর

মুহাম্মদ এরশাদ, চন্দনাইশ | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

প্রতি বছর ঈদুল ফিতরের ছুটিতে দক্ষিণ চট্টগ্রাম, পর্যটন নগরী কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবানের লাখ লাখ মানুষ ঘরমুখি হন। চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়ক দিয়ে অল্প সময়ে বিপুল সংখ্যক যাত্রী পরিবহনে ভোগান্তির অন্ত থাকে না। যানজটে নাকাল হন মানুষ। তবে চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কে এবারও যানজটমুক্ত ও ভোগান্তিহীন ঈদযাত্রার আশা করছেন যাত্রীরা, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামবাসী। কারণ চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়কের কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে কেরানীহাট (সাতকানিয়া রাস্তার মাথা) পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সড়কাংশ ৩৪ ফুট প্রশস্তে উন্নীত করা হয়েছে। আগে এই অংশে সড়কের প্রশস্ততা ছিল মাত্র ১৮ থেকে ২০ ফুট। বর্তমানে সড়কটির প্রশস্ততা বৃদ্ধি ও সংস্কার করায় দ্রুতগতিতে গন্তব্য স্থানে চলছে বিভিন্ন প্রকারের যানবাহন। যাত্রীরা জানান, ২ বছর আগেও শাহ আমানত সেতু থেকে সাতকানিয়ার কেরানীহাট আসতে সময় লাগতো দুই থেকে আড়াই ঘণ্টা। এখন ১ ঘণ্টার মধ্যেই আসা যায়। কোথাও যানজটে পড়তে হয় না।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে
পরবর্তী নিবন্ধ২৮ ও ২৯ মার্চ পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে