এবাদতের বোলিংয়ের প্রশংসায় গিবসন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

এবাদতের বোলিংয়ে সন্তুষ্ট বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। চতুর্থ দিনের খেলা শেষে তিনি বলেন, মাত্র পাঁচ বছর আগে ক্রিকেটে এসেছে এবাদত। সে একটি পেস বোলিং হান্ট প্রতিযোগিতা জিতেছিল এবং দুই বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। তার সঙ্গে কাজ করা আনন্দের। সে খুবই প্রাণবন্ত এবং অনেক কিছু শিখতে চায়। গবসন বলেন আত্মবিশ্বাসে কখনও উঁচু আবার কখনও নিচু অবস্থায় থাকে এবাদত। যখন তার আত্মবিশ্বাস আজকের মতো থাকে তখন সে এমনই বোলিং করে থাকে। আমি এবাদতকে নিয়ে খুবই খুশি কারণ সে দারুণ ছেলে। বোলিংয়ের সময় আত্মবিশ্বাসের ওপর জোর দিয়ে গিবসন বলেন, সে সবসময়ই গতির সঙ্গে বল করতে পারে। তবে আবারও সেই আত্মবিশ্বাসের কথা আসে। প্রায়ই এমন হয় যে প্রথমে একটি বাউন্ডারি হজম করলে বলা হয় তুমি হয়তো ভুল করছো। তবে সে এই ইনিংসে যেমন করেছে, তেমন করলে দলের কাছ থেকে আত্মবিশ্বাস পাওয়া যায় এবং সে এমন বোলিং করতে পারে। আমি আমার দলের ওপর সন্তুষ্ট।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ইতিহাস গড়ার গন্ধ পাচ্ছেন হার্শা ভোগলে এবং আকাশ চোপড়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ক্রিকেটের দল বদলের প্রথম দিন ঠিকানা বদল করেছে ৬১ জন ক্রিকেটার