ফটিকছড়ি নানুপুর তাহেরিয়া সাবেরিয়া এফ এ ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসা বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে গতকাল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা সৈয়দ মুহাম্মদ জয়নুল আবেদীন (মজিআ)।
প্রধান অতিথি ছিলেন লেবানল বৈরুত থেকে আগত আওলাদে রাসুল (দ.) আল্লামা ড. শেখ সৈয়দ জামাল মোহাম্মদ সাক্বার আল হাশেমী আল হোসাইনী (মজিআ)। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী। আলোচক ছিলেন আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক গবেষক আল্লামা এম এ মান্নান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল আলিম রেজভী। প্রধান অতিথি আল্লামা সৈয়দ জামাল সাক্বার বলেন, নবীপ্রেমের অতুলনীয় দৃষ্টান্ত হযরত সিদ্দিকে আকবর (রা.)। এতে স্বাগত বক্তব্য রাখেন এফ এ ইসলামিক মিশন ও তাহেরিয়া সাবেরিয়া এফ এ ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কাতার এয়ার ওয়াইজের নব নিযুক্ত পাইলট সৈয়দ মুহাম্মদ আহমেদ আজিজ আবেদীন।
মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন, উপাধ্যক্ষ মুফতি সাইদুল হক সাঈদ কাজেমী, মুফতি শায়ের মাওলানা মোকতার আহমদ রেজভী, উপাধ্যক্ষ আল্লামা আ ত ম লিয়াকত আলী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আল কাদেরী, আল্লামা সৈয়দ মুহাম্মদ ইউনুচ রেজভী, আল্লামা আজিজুর রহমান আল কাদেরী, আল্লামা মুহাম্মদ কলিম রেযা নঈমী, আল্লামা হামেদ রেযা নঈমী, আল্লামা সৈয়দ তৈয়বুল আলম, অধ্যক্ষ আল্লামা আহমদ উল্লাহ, আল্লামা হাফেজ মোহাম্মদ ইলিয়াছ, অধ্যক্ষ আল্লামা ইলিয়াস খান, আল্লামা মুহাম্মদ কাশেম রেযা নঈমী, মাওলানা নঈমুল হক নঈমী, মাওলানা মুফতি মোখতার আহমদ রেজভী, মাওলানা ইছমাইল হোসেন, হাফেজ মাওলানা সৈয়দ দিদারুল আলম, মাওলানা মোসলেম উদ্দিন,মাওলানা জিয়াউর রহমান, আবু আহমদ সওদাগর। মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য রাসুল (দ.) দাড়ি মোবারক প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












