এফসিএল কন্টেনারে চার গুণ স্টোর রেন্ট এক মাস স্থগিত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৪:২২ পূর্বাহ্ণ

আমদানি করা এফসিএল (ফুল কন্টেনার লোড) কন্টেনারে চলমান চার গুণ স্টোর রেন্ট এক মাসের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ইয়ার্ডে কন্টেনার জট কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর, ঢাকার কমলাপুর আইসিডি এবং পানগাঁও আইসিটিতে চলতি বছরের ১০ মার্চ চার গুণ হারে স্টোর রেন্ট আরোপ করা হয়। তবে নিরবচ্ছিন্ন সেবা প্রদান ও বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এফসিএল কন্টেনারের ওপর চলমান চার গুণ স্টোর রেন্ট স্থগিত করা হয়েছে। তবে খালি কন্টেনারের ক্ষেত্রে এ স্থগিতাদেশ কার্যকর হবে না।

বন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিজিএমইএ) বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে বন্দর কর্তৃপক্ষ এই স্থগিতাদেশ দিয়েছে। বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের দ্রুত তাদের কন্টেনার ডেলিভারি নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে।

পূর্ববর্তী নিবন্ধদুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধ৩ মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করল বিএনপি