এফবিসিসিআই’র নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ গ্রুপের নেতারা। গত রোববার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এঙেসরিজ গ্রুপের আহ্বায়ক মোহাম্মদ বেলাল, মোহাম্মদ নাসির উদ্দিন, সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আরিফ হোসেন ও তৌফিকুল আলম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের গার্মেন্টস এক্সেসরিজ শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যস্ফীতি ও অবিক্রিত পোশাকের মজুদ থাকায় অর্ডার কমে গেছে। এর ফলে এক্সেসরিজ শিল্পেও প্রত্যক্ষভাবে অর্ডার কমে যাওয়ার প্রভাব পড়েছে। এছাড়া বর্তমানে চট্টগ্রাম কাস্টমসে বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কায়নমূল্য, এইচএস কোড এবং আমদানি পণ্যের ওজনসহ বিভিন্ন বিষয়ে আমদানিকারকদের হয়রানি করা হচ্ছে। এই বিষয়ে তারা এফবিসিসিআই সভাপতির হস্তক্ষেপ কামনা করেন। এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের কথা শুনে বিদ্যমান সমস্যা কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।












