এফপিএবি চট্টগ্রাম শাখার ৪৪ তম বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মো. শাহ্জাদা আলম। বক্তব্য রাখেন এফপিএবি জাতীয় কার্যনির্বাহী পরিষদের অবৈতনিক কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাবেক সভাপতি মনির আহমেদ চৌধুরী, সহ- সভাপতি মোহাম্মদ কামরুল হোসেন, আজীবন সদস্য সাবেক এম পি নুরী আরা সাফা, সাবেক এম পি সাবিহা মূসা। সভায় উপস্থিত ছিলেন শাখা কার্যনির্বাহী পরিষদ সদস্য সাংবাদিক শামীম আরা লুসি, ফৌজিয়া পারভীন মান্নান, আবু তাহের খান, কাজী হাবিবা শহিদ, শাহীদুল ইসলাম রাসেল, যুব সদস্য ফাইরুজ সিদ্দিকা এবং এফপিএবি চট্টগ্রাম শাখার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সভায় এফপিএবির চট্টগ্রাম শাখার সার্বিক উন্নয়নের জন্য আলোচনা করা হয়। এফপিএবি কে স্বনির্ভর করে তোলার জন্য শাখার সকল আজীবন সদস্য, সাধারণ সদস্য ও যুব সদস্যদের সহযোগিতা করার আহবান জানানো হয়। সভার সার্বিক দায়িত্বে ছিলেন এফপিএবির জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান উজ্জ্বল। প্রেস বিজ্ঞপ্তি।