ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশন (এফজিএফ) গোল্ড মেডেল মেধাবৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার সকালে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, এফজিএফ চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম হামিদ উল্লাহ্ চৌধুরী, শিল্পপতি মো. রিজোয়ান ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ হাসান মুরাদ চৌধুরী ও নাজমুল হক, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. ইউসুফ, মাইজভান্ডারি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম চৌধুরী, জাহানপুর আমজাদ আলী–আল হাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান, ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মহিউদ্দীন চৌধুরী, এফজিএফ পরিচালক এম জাহাঙ্গীর আলম প্রমুখ। উপস্থিত ছিলেন মো. ওসমান গণি, মো. আব্দুল মাবুদ চৌধুরী, আহমদ উল্লাহ তালুকদার, সাহাবুল আলম মিনার, তৌহিদুল আলম, ইসহাক মিয়া, এফজিএফ পরীক্ষা নিয়ন্ত্রক মো. বেলাল উদ্দীন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু সাঈদ চৌধুরী, মো. হাসান, মো. শহিদুল আজম, মো. নাসির উদ্দীন চৌধুরী, জে এম তাওহিদ হোসেন, মো. ছৈয়দুল আজাদ, এস এম মোস্তফা রাসেল, জোহরা খানম, বিদ্যুৎ বড়য়া, জিয়াউদ্দীন চৌধুরী, মো. নাসিম উদ্দীন চৌধুরী, হাফেজ মাওলানা মো. রফিক, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মো. নাজিম উদ্দীন ও আবসার উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এফজিএফের চিফ কো–অর্ডিনেটর এম. কামরুল হাসান চৌধুরী, মাওলানা মো. আলী আজগর ও মেরিন আফরোজ। সহযোগিতায় ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দীন, ওমর ফারুক চৌধুরী, মো. রাশেদুল আলম, মাইনুল হাসান, মইন উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।