এফএসআইবি’র চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের মতবিনিময় সভা

| বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আর. বি. কনভেনশন সেন্টার বহদ্দারহাটে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় হইতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। সভাপতিত্ব করেন আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী, এসইভিপি ও মার্কেটিং এন্ড বিজনেস ডেভলপমেন্ট ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা। সভায় আরও উপস্থিত ছিলেন মো. হাফিজুর রহমান, ইভিপি ও আঞ্চলিক প্রধান, চট্টগ্রাম উত্তর। মো. কামাল উদ্দিন, ইভিপি ও আঞ্চলিক প্রধান চট্টগ্রাম দক্ষিণ। মো. আলমগীর হোসাইন, এসভিপি ইনভেস্টমেন্ট ডিভিশন, প্রধান কার্যালয় এবং শাহ সারওয়ার মুস্তাফা আবুল উলায়ী, এসভিপি, মানব সম্পদ বিভাগ, প্রধান কার্যালয়।

উক্ত সভায় চেয়ারম্যান ব্যাংকের সেবাকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মার্কেটিং কার্যক্রমকে নিবিড়ভাবে পরিচালনা করা এবং খেলাপি বিনিয়োগ আদায়ের বিষয়ে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার জন্যে সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। শরীয়াহ মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য দৃঢ় ব্যক্ত করেন এবং গত দুই মাসে ৬০০ কোটি টাকার বেশি খেলাপি বিনিয়োগ আদায় ও ব্যাংকের তারল্য সংকট মোকাবেলায় সকল জনশক্তির আত্মনিবেদিত ভূমিকার সন্তোষ প্রকাশ করেন।

সভায় সভাপতির বক্তব্যে নতুন নতুন গ্রাহক ও রেমিট্যান্স সেবা বৃদ্ধি, স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনাসহ ওয়াকফ হিসাবের গুরুত্ব জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার দিক নির্দেশনাসহ সকল নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদেরকে প্রতিটি কাজে ইসলামী শরীয়াহ অবশ্যকতার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউম্মতে মুহাম্মদীকে সঠিক পথের সন্ধান দিয়েছিলেন আবদুল কাদের জিলানী
পরবর্তী নিবন্ধফটিকছড়ি ওবায়দিয়া মাদ্রাসায় ধর্ম উপদেষ্টা ক্ষমতা ভোগের অভিপ্রায় নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেনি