আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এপেক্স বাংলাদেশের জেলা ৩ এর ৪৪তম কনভেনশন ২০২৪ স্বাধীন এপেক্স গতকাল বুধবার নগরের ফ’য়জ লেক সিওয়ার্ল্ড অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এপেক্স বাংলাদেশ জেলা ৩ এর জেলা গভর্নর এপেক্সিয়ান জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ওসমান গণি মনসুর।
তিনি বলেন, এপেক্সিয়ানরা সব সময় দেশের কল্যাণে কাজ করেন। জাতীয় দুর্যোগ থেকে শুরু করে প্রতিটি সংকটময় মুহূর্তে জাতীয়ভাবে সেবা দানের মাধ্যমে এপেক্সিয়ানরা ইতোমধ্যে সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন। আগামীতেও সুন্দর সমাজ বিনির্মাণে এপেক্সিয়ানরা কাজ করবে।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি হাসান আলী, এমডি. রিজোয়ান সিদ্দীকি, রুহুল মঈন চৌধুরী, আবু হানিফ তুহিন, সুপঙ্কর বড়ুয়া। কনভোকেশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ফয়সাল ফরিদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।