এপেক্স ক্লাব বান্দরবানের শিক্ষা সামগ্রী বিতরণ

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

এপেক্স ক্লাব বান্দরবান, সাংগু, নীলাচল, গ্রীন সিটির যৌথ আয়োজনে এপে. বাংলাদেশের সদ্য অতীত এপে. নুরুল আমিন চৌধুরী আরমানের সৌজন্যে বান্দরবান সদরের নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি দাশের সভাপতিত্বে ও এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে. মোজাম্মেল হকের পরিচালনায় গতকাল শনিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নাসিম আহমেদ,ন্যাশনাল এনএডি আরডি আদনান হেসেন অনি, শিক্ষা প্রকল্পের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী আরমান, পিডিজি কামাল পাশা, এপেক্স ক্লাব বান্দরবানের সদ্য অতীত সভাপতি মোজাম্মেল হক, বীরলাল তচ্ঞঙ্গ্য, পাপন বড়ুয়া, আলমগীর আলম, মোরশেদ আলম, নিউ উইন,ডা. বৃমণ,ডা. বামং প্রমুখ। প্রধান অতিথি বলেন,শিশুদের আধুনিক তথ্য নির্ভর মেধাবী হিসাবে তৈরি করতে হবে। শিশুর মনমানসিকতার বিকাশ ঘটাতে তাদের অনুপ্রেরণা দিতে হবে নানা প্রকল্পের মাধ্যমে দেশব্যাপি কাজ করে চলেছে এপেক্স ক্লাব। এ ধরনের মহতী কাজে সকলকে এগিয়ে আসতে হবে। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লা থেকে চট্টগ্রাম এসে নিখোঁজ আরিফ
পরবর্তী নিবন্ধশুলকবহর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের শিক্ষা সামগ্রী বিতরণ