এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ২৯তম পালাবদল অনুষ্ঠান ওবায়দুল হক কাননের সভাপতিত্বে ও মো. জিয়াউল হক সোহেলের পরিচালনায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এপেঙ বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. প্রফেসর নিজাম উদ্দিন পিন্টু।
উপস্থিত ছিলেন এপে. ডা. জবিউল হোসেন, ইলিয়াছ জসিম, জয়নুল আবেদীন রানা, এটিএম ইমরান, মীর মো. ফেরদৌস আলম সেলিম, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট কায়েস ভূইয়া, জিয়াউল কবীর সোহেল, তৌফিক ইমন ও মুক্তা সিকদার।
পালাবদল অনুষ্ঠানে ২০২০-২০২১ সালের ক্লাব বোর্ডকে শপথ পাঠ করান এপেক্স জেলা-৩ এর জেলা গভর্নর মো. বেলাল হোসেন। বক্তারা ক্লাবের অর্জিত সুনাম অক্ষুন্ন রাখার লক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেক কার্যক্রম পরিচালনার জন্য সকলকে আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।